ভবিষ্যৎ পরিকল্পনার বিশেষ বিষয়

১. কণ্ঠশীলন - "উপনাম সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান"। মূল বিষয় বাংলা সাহিত্যকে নিরক্ষরপ্রধান এই দেশের মানুষের কাছে নিয়ে যাওয়া। বাংলা ভাষা বাঙালির জাতীয়তার মূলে, সেই জাতিকে চিত্তশক্তি দান করে তার সাহিত্য। কিন্তু সাহিত্যের ভাষা তো শত আঞ্চলিকতায় বিভক্ত বাঙালির বোধের ভিতর যাবে না। তাই কণ্ঠশীলনের মূল প্রয়াস প্রথমে শিক্ষিত সকল মানুষকে এক মান মৌখিক ভাষায় নিয়ে আসা ।

২. অন্তত ৭টি বিভাগীয় শহরে এর প্রাথমিক কাজ শুরু করা (কণ্ঠশীলন উত্তীর্ণ শিক্ষার্থীদের দিয়ে আরম্ভ করা)।

৩. ভাষাকে ধারণ ও প্রসারে প্রধান অবলম্বন আবৃত্তি নিয়ে একটি ছোট-খাট মপ্লেক্স তৈরি করা। যাতে দেশের নবীন দলগুলো সহযোগী নির্ভরতা পায়।

৪. বর্তমান কণ্ঠশীলন প্রাথমিক বিদ্যায়তনটির স্থায়ী বন্দোবস্ত করা।

৫. মঞ্চ নাটকের নিয়মিত চর্চা ও মঞ্চায়ন অব্যহত রাখা।

৬. প্রতি বছর কণ্ঠশীলন কোর্স উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে সম্মেলন করা।